নাগেশ্বরী থেকে মোঃ মসলেম উদ্দিনঃ ”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গত ৮ মার্চ ২০২০ তারিখে প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে মুসলিম এইড বাংলাদেশ নাগেশ্বরী শাখায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার মহিলা কাউন্সিলর মোছঃ শাহাজাদী বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউনিয়নের মহিলা কাউন্সিলর মোছঃ ইসমতারা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদেরকে আর পিছিয়ে থাকলে চলবেনা। দেশ ও জাতীর উন্নয়নে পূরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। বর্তমানে কাজের ক্ষেত্রে নারীরা পিছিয়ে নেই। শিক্ষায় নারীরা অনেক এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে তারা আজ দক্ষতার স্বাক্ষর রাখছে। তারা এখন অবমূল্যায়নের পাত্রী নন। কর্মক্ষেত্রে তারা সমান ভাবে কাজ করছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সিনিয়র প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ আবুল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন