ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। অটোচালকের নাম আমিনুর রহমান (৩০)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই হরিরহাট গ্রামের আবুসামার পুত্র।
জানাগেছে, গত ৭ মার্চ (শনিবার) শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে উত্তর তিলাই গ্রামস্থ হরিধাম চৌরাস্তা থেকে অটোচালক আমিনুর ও তার সঙ্গীরা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে একটি অটোতে করে পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারের পূর্বে একটি চরে আটকিয়ে রেখে নিয়ে ২দিন ধরে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে গত ৯ মার্চ (সোমবার) বিকেলে তাকে (মেয়েটিকে) অজ্ঞান অবস্থায় একটি অটো করে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ধর্ষক আমিনুর পালিয়ে যায়। পরে খোঁজ পেয়ে মেয়েটির অভিভাবক তাকে উদ্ধার করে। এব্যাপারে ভূরুঙ্গামারী ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে গত ১০ মার্চ (মঙ্গলবার) রাতে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করে।