কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী এক শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কঁাঠালবাড়ী ইউনিয়নের ঐ শিক্ষার্থী পারিবারিক সম্মতি ছাড়া পার্শ্ববর্তী এক যুবকের সাথে বিয়ে রেজিষ্ট্রি করে। এতে তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকে তাকে শিকল দিয়ে পা বেধে ঘড়ে বন্দী করে রাখে। এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঐ শিক্ষার্থীকে শিকল মুক্ত করে পুলিশি হেফাজতে নেয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজ সেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে। এব্যাপারে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অবিভাকের হাতে দেয়া হবে। প্রকৃত অবিভাবক নিতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।