স্টাফ রিপোর্টাার
কুড়িগ্রামের রাজিবপুরে ২০০পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার(১১ মার্চ) দুপুরে উপজেলার বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী থেকে ছেড়ে আসা একটি অটোরিক্সা তল্লাশী করে শফিকুল ইসলাম (২২) ও রাকিব হাসান (২০) নামের দুইজনকে ২০০পিস ভারতীয় ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটক শফিকুল উপজেলার যাদুর চর ইউনিয়নের উত্তর আলগার চর গ্রামের হারিস উদ্দিনের পুত্র। সে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র বলে জানা গেছে।অপরজন রাকিব হাসান উপজেলার বালিয়ামারী বাজার পাড়া আবু বক্কর সিদ্দিকের পুত্র।
চর রাজিবপুর থানার ওসি (তদন্ত) নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।