রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুম জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে রৌমারী ও রাজীবপুর উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিজ্ঞ জেলা ও জেলা দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হােসেন এমপি। সভায় অংশ নেন জেলা প্রশাসক ও জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রটসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা।
মতবিনিময় সভায় লিগ্যাল এইড বিষয় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্ররী জাকির হােসেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা জজ কুসুম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, সিভিল সার্জন হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হােসেন হিরাে ও কুড়িগ্রাম প্রসক্লাব সভাপতি এড আহসান হাবীব নিলু প্রমুখ।