ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে চলমান লকডাউন এ দেশের বিভিন্ন স্থান থেকে ঘরে ফেরা মানুষের ছবি তুলতে গেলে বাধাঁ দিলেন
ঝালকাঠি জেলা প্রশাসন এনডিসি আহমেদ হাসান।বুধবার বিকাল ৫.৩০ মিনিটে ঝালকাঠি প্রেট্রোল পাম্পস্থ মোড়ে এ ঘটনা ঘটে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক প্রথম সকাল পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মো:রিয়াজ মোর্শেদ এ ঘটনা জানিয়ে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করবেন বলে, জানান। এ সময় জেলা প্রশাসনের প্রায় পাচঁজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। জানা গেছে ,গোধুলি লগ্নে বরিশাল এবং খুলনা রুট থেকে মাহিন্দ্র এবং বিভিন্ন যান যোগে নারী পুরুষ ও শিশুরা দক্ষিনাঞ্চলের বিভিন্ন স্থানে যাচ্ছে,এ সময় এনডিসি ভ্রাম্যমান আদালত বসিয়ে যাত্রিদের নামিয়ে দিচ্ছেন, অপরদিকে গাড়ী চালককে জরিমানা করছেন।সচেতন মহলের দাবী দুপুর ২টা থেকে যান চলাচলের ঘোষনা আসলেও প্রশাসন কেন সন্ধা বেলা যাত্রীদের হয়রানি করছেন।এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি ঝালকাঠি এনডিসি আহমেদ হাসান।বরং তিনি সংবাদ কর্মির সাথে বিরুপ আচরন করতে দ্বিধা করেননি।