এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়ায় করোনা ভাইরাসের কারণে ২৫০ জন তৃতীয় শ্রেণির মিল কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ ত্রান বিতরণের আয়োজন করে আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ২৫০ জন মিল কর্মচারির মাঝে ত্রাণ হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
ত্রাণ বিতরণকালে দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসিনুজ্জামান মোহসিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রতিষ্ঠানটির পরিচালক মো. নুরে আলম নিশা ও পরিচালক আয়তুল্লাহ আল আমিন মুক্তা, ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।