জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু। শুক্রবার সকালে জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীহারপুর এলাকায় প্রায় ২৫০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

আ’লীগ নেতা আলহাজ তোয়াজ উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ ফজলুল হক আকন্দ।

এছাড়াও আ’লীগ নেতা হযরত আলী, শহর শাখার অন্তর্গত ১৫নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্মআহ্বায়ক রাহাদ খান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রাকিব খান, যুগ্মআহ্বায়ক মো. বাবু আকন্দ, ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মো. রাব্বী শেখ ও সদস্য সচিব মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. হযরত আলী ও ময়নাল হোসেন মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন