এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাদ যায়নি বাংলাদেশও। এ কারণেই করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে সরকার। সেই লক্ষ্যে জামালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করা হচ্ছে । রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্থানীয় ত্রাণ তহবিল গঠন করে আর্থিক অনুদান গ্রহণ করা হয়।

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ত্রাণ তহবিল কমিটির সভাপতি ফরিদা ইয়াছমিন ১০ হাজার টাকা, সদস্য সচিব পিআইও আরিফুর রহমান ৫ হাজার টাকা ও জামালপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. ফজলুল হক আকন্দ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে স্থানীয় ত্রাণ তহবিলের উদ্বোধন করেন।

এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নিম্ন আয়ের মানুষদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। কিন্ত সদর উপজেলার প্রায় অর্ধেকের বেশি মানুষ অতি দরিদ্র। তবে মাঠ পর্যায়ে চাহিদার তুলনায় সরকারি এই সহায়তা অপ্রতুল হওয়ায় আমরা স্থানীয় ত্রাণ তহবিল গঠন করেছি। ইতিমধ্যেই দুজন এই ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছেন। এছাড়াও সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি ২ লাখ টাকা অনুদান প্রদান করবেন বলে জানিয়েছেন। সেই সাথে তিনি সমাজের বিত্তবানদের কাছে স্থানীয় ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করে এই করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন