জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সবার থেকেই ব্যতিক্রমী ব্যক্তি মুদি দোকানী শফিকুল ইসলাম। বুধবার বিকেলে জামালপুর পৌরসভার শাহাপুর পুর্ব ফুলবাড়িয়া এলাকায় এ ত্রাণ বিতরণ করেন শফিকুল।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় ১২টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সহয়তা তুলে দেন একটি ছোট্ট মুদি দোকানী। সে জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহাপুরের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. শফিকুল ইসলাম। তার শাহাপুর গোরস্থান মোড়ে ছোট্ট একটি মুদি দোকান রয়েছে।
ত্রাণ বিতরণের ব্যাপারে জানতে চাইলে মুদি দোকানী শফিকুল বলেন- মহান আল্লাহতায়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়েই আমি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আল্লাহ যতদিন আমাকে বাচিয়ে রাখবেন আমি চেষ্টা করবো মানুষের পাশে দাড়াতে, সুখ-দুঃখের ভাগিদার হতে। মুদি দোকানীর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এ সময় ত্রাণের জন্য হাহাকার করা গ্রামবাসী ছাড়া কেউই ছিলোনা, কারণ শফিকুল মুদি দোকানী। আমিও স্যালুট জানাই মুদি দোকানী শফিকুল ইসলামের মত মানুষদের।