নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে ৯ পরিবারের ২১ টি বাড়ি-ঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কয়েক লাখ টাকার। ভয়াবহ এ অগিগ্নকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতানীপাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টায় সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আহম্মদ আলী, নুর ইসলাম, নুর মোহাম্মদ, নুর আমিন, নুর হোসেন, আব্দুল লতিফ, আল আমীন, কফিল মিয়া, হাফিজুর রহমান এর ২১ টি ঘর-বাড়ি সহ প্রয়োজনীয় আসবাবপত্র ও শতাধিক হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে তাদের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর রাতেই তাদের খাদ্য সহায়তা দেয় নাগেশ্বরী থানা পুলিশ। ক্ষতিগ্রস্থ আহাম্মদ আলী (৬৮) ও তার স্ত্রী ছালেহা বেগম (৬০) আর্তনাদ করে বলেন, বাবা হামার সোউগ পুড়ি ছাই হয়া গেইছে। হামরা নিশ্ব হয়া গেউলোং। বেডা-বেডি সগারে বাড়িঘর পুড়ি ছাই হয়া গেইছে। এলা আর হামার ঘুমাবার জায়গা নাই। পরদিন শনিবার উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান এবং উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ২ পরিবার এলাকায় অবস্থান না করায় ৭ পরিবারের প্রত্যেক পরিবারে ৫ হাজার করে টাকা এবং ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও টিনের আবেদন পেলে পরবতর্ীতে টিন দেয়া হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম।