মো: নাজমুল হুদা মানিক ॥ সাবেক ছাত্রলীগ নেত্রী মানবদরদী বর্তমানে যুব মহিলালীগের বলিষ্ঠ কণ্ঠস্বর ময়মনসিংহের প্রতিশ্রেুাতিশীল উদীয়মান নারী নেত্রী শারমিন আক্তার লাকী‘র উদ্যোগে ময়মনসিংহ নগরীর চরপাড়া খালপাড় এলাকায় ১১ এপ্রিল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এর আগে তিনি ১০ ও ৯ এপ্রিল একই এলাকায় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে কর্মহীন খেটে খাওয়া মানুষের সুখ দুঃখের সাথী সকলের প্রিয় ও সুপরিচিত বলিষ্ঠ রাজনীতিক ব্যাক্তিত্ব, ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগ নেত্রী রাজপথের লড়াকু সৈনিক শারমিন আক্তার লাকী অসহায় মানুষের পাশে দাড়াতেই এই মহতি উদ্যোগ নেন। জনসচেতনতা সৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এর প্রতি শ্রদ্ধা রেখে এবং বাংলাদেশ যুব মহিলা লীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এর নির্দেশ এবং ময়মনসিংহের সুযোগ্য মেয়র মো: ইকরামুল হক টিটু এর নির্দেশ ও সার্বিক পরামর্শে কর্মহীন ঘর বন্দী গরীব দুঃখি হতদরিদ্র মানুষের জন্য নিজের অর্থয়ানে চাল, ডাল, আলু পেয়াজ, তেল খাদ্য সামগ্রী সহ সাবান বিতরন করেন। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল প্রকার ভিড় এড়িয়ে ১০০ পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। নিরবে এমন সামাজিক বহু কাজেই সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন আক্তার লাকী কাজ করে থাকেন। করোনা ভাইরাস মোকাবিলায় তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। করোনা ভাইরাস যুদ্ধে ক্ষুদার্ত মানুষের পাশে থাকার জন্য মহান আল্লাহ্তালাহ তাঁকে যেন অরো সহযোগিতা করার সামর্থ্য দেন এবং সুস্থ রাখেন এই কামনা করে তিনি বলেন, করোনা যুদ্ধে জয় হোক মানবতার। জয় হোক মানবদরদী বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মহান আল্লাহ্তালা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে করোনা সংক্রমন থেকে রক্ষা করুন। তিনি বলেন, মানবতার কল্যানে করোনা ছাড়াও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে সব সময় থাকতে প্রস্তুত রয়েছি। সমাজের মানুষের জন্য কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।