বিশেষ প্রতিনিধি
করোনায় সৃষ্ট মহামারী পরিস্থিতিতে শুরুতেই কয়েকশত হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে শ্রমজীবীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

করোনায় সচেতনতা বৃদ্ধি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আজ বাংলা নববর্ষ উপলক্ষে ১০ টি পরিবারে ১০ টাকায় এক সপ্তাহের খাবার সরবরাহ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। এ কর্মসূচি উদ্বোধন করেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জনাব রুস্তম আলী খোকন।

জনাব রুস্তম আলী খোকন বলেন, জাতির এই ক্রান্তিকালে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের কমিউনিটি রেশনিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি তারা যেন সামর্থ অনুযায়ী অনাহারী মানুষের পাশে দাঁড়ান।

সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন বলেন আমাদের কমিউনিটি রেশনিং এর আওতায় প্রাথমিকভাবে আমরা ১০ টি পরিবারকে নির্বাচন করেছি, তাদের প্রত্যেক পরিবারকে ১০ টাকার বিনিময়ে আমরা এক সপ্তাহের খাবার সরবরাহ করব। এই পরিবারগুলো শুধু করোনায় সৃষ্ট পরিস্থিতির শিকার, তারা কেউই ত্রাণ নিতে আগ্রহী না কিন্তু ঘরে খাবার নাই। এজন্য আমরা নাম মাত্র মুল্যে অর্থাৎ ১০ টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছি। তাদের আগ্রহী করে তোলার জন্য আমরা এটাও বলছি যে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং তারা ইচ্ছা করলে পরবর্তীতে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের তহবিলে অর্থ সহায়তা দিতে পারবেন যা পরবর্তীতে অন্য কোন দুর্যোগে অথবা দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কাজে ব্যয় করা হবে।
এসময় তিনি আরও বলেন যে তাদের সামর্থ অনুযায়ী পরিধি আরো বৃদ্ধি করা হবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো কোন পরিবার অভুক্ত থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *