বিশেষ প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রভাবের কারণে ঘরবন্ধী হয়ে পড়া দিন মজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বাড়িতে রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন রৌমারী থানা পুলিশ। এ সময় সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান।
রৌমারী উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রৌমারী থানা পুলিশ। পুলিশের কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশির কথা জানান অনেকেই।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সহকারী পুলিশ সুপার এ এইচ এম মাহফুজুর রহমান (রৌমারী সার্কেল),আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম (ওসি রৌমারী)সহ রৌমারী থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।