মো: নাজমুল হুদা মানিক ॥ করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর উদ্যোগে নিজস্ব অর্থায়নে ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকায় অসহায় ও দরিদ্র ভাসমান ৩ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “আতঙ্ক নয়, সচেতন হলেই করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৪ এপ্রিল রাত ৯টায় থানা ঘাট এলাকায় সমাজের দুঃস্থ্য ও অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ল্যাফটেন্যান্ট কর্নেল মোঃ এফতেখার উদ্দিন, মেজর মোঃ শিবলী সাদিক, এসপি তৌফিকুল আলম,এসপি মোঃ জসিম উদ্দিন, এসপি মোঃ হাফিজুল ইসরাম বাবু, এএসপি জুনায়েত আরাফাতসহ র্যাব-১৪ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে ল্যাফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, যারা বাসা থেকে বের হতে পারছে না, তাদেরকে যেন বাসায় খাবার পৌছে দেয়া হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাই র্যাব ১৪ এর পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষ অসহায় ও দরিদ্রদের পাশে দ্বারাতে এগিয়ে এসেছে । যার যার স্বাধ্যানুযায়ী ত্রান দিচ্ছেন। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলের মানুষ অত্যন্ত অসহায়, যেহেতু তারা কাজে যেতে পারছে না, ঘরের বাইরে যাওয়া নিষেধ, তাই আমরা তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। ইতিপূর্বে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন,পুলিশ প্রশাসনসহ অনেকেই ত্রান দিয়েছেন। আমরা শুভ নববর্ষের রাতে তাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে সামাজিক দুরত্ব বজায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তাদেরকে সচেতন করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না আপনাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক পরিবার ৫/৭ জন সদস্যের জন্য ৭ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আজ ৩শত পরিবারকে দিচ্ছি। র্যাব ১৪ এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের সেবা কারার এই মহতি উদ্যোগ চালু থাকবে। পর্যায় ক্রমে আরও দেওয়া হবে।