নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় অভিনব পদ্ধতিতে মরণ ব্যাধি কোভিট১৯ করোনা ভাইরাস প্রতিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুর রহমান মিয়া, সারাদেশের ন্যায় লকডাউন থাকলেও পৌর সভার কর্মচারীদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয় স্বাস্থ্য ও সেবা মূলক কাজে যে কোন সময় উপস্থিত থেকে করোনা প্রতিকারের কাজে অংশ গ্রহণ করতে হবে। তারই অংশ হিসাবে প্রতিদিন ট্রাকে পানির ড্রাম দিয়ে শহরের বিভিন্ন রাস্তায় পানি স্প্রে করে ধুলা বালি থেকে রক্ষা করতে একদল কর্মী তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পানির ড্রাম,সাবান সহ সাধারণ মানুষের হাত ধোয়া কর্মসুচি অব্যাহত রেখেছেন। এতে করে পৌর এলাকার লোকজন সহ বাহিরের লোকজন পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত হচ্ছে।