রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে দলবদ্ধ ভাবে অবৈধ ভাবে জমি দখল করে তাতে ঘর উঠানোর ঘটনা ঘটেছে। পৃথক আরেক ঘটনায় সামাজিক দূরত্ব ভঙ্গ করে দলবদ্ধ ভাবে লাঠিশোটা নিয়ে মারপিট করে অবৈধ ভাবে জমি দখল করা হয়েছে। আদালতের উপেক্ষা ও আইন ভঙ্গ করে জমি দখলের ঘটনাটি উপজেলার কাচারীপাড়া গ্রামে এবং মারপিট করে জমি দখলের ঘটনাটি একই উপজেলার মদনেরচরের ঘটনা। আজ সোমবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে পৃথক ওই ঘটনা ঘটেছে।
উপজেলার কাচারী পাড়া গ্রামের শাহ জামাল নামের এক ব্যক্তির অভিযোগে জানা গেছে, আদালতের আদেশে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করে থানা পুলিশ। সেই আইন বলবত থাকা অবস্থায় প্রতিপক্ষ ফরহাদ আলী তার লোকজন ও লাঠিশোটা নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করে তাতে ঘর উঠায়। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করার পরও পুলিশ রহস্য জনক কারনে কোনো তৎপরতা দেখায়নি।
শাহ জামাল অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে বলেছে-এ নিয়ে বারাবাড়ি করলে জীবনের তরে শেষ করে ফেলবে। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতা রয়েছি। পুলিশকে বিষয় গুলো জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
অপরদিকে উপজেলার মদনের চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিট করে ৩জনকে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় অবৈধ ভাবে দুই বিঘা জমি দখল করে নেয়া হয়েছে। এতে বাধা দিতে গিয়ে জমির প্রকৃত মালিক শাহজাহান মিয়াকে (৪০) কুপিয়ে মারত্মক ভাবে জঘম করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নাজমা বেগম (৩৫), ও রোজিনা বেগম (৩০) নামের আরো দুইজনকে আহত করা হয়। আহতরা সবাই রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ প্রসঙ্গে রাজীবপুর থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ওই দুটি ঘটনার অভিযোগ পেয়েছি তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *