এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
করোনা ভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে শহরের খেজুরতলাস্থ তার নিজ বাসভবন থেকে ২’শতাধিক নিম্নআয়ের মানুষ ও সাংস্কৃতিকর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, প্রভাষক সাংবাদিক মাহফুজুর রহমান ও সাংসদের ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।