মো: নাজমুল হুদা মানিক ॥
মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ কৃষকলীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এম.পি.এর দিক নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে ২৩ এপ্রিল গৌরিপুর উপজেলায় শালিহর গ্রামের এক কৃষকের ৩ বিঘা জমির পাঁকা ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: গোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল। এসময় জেলা কৃষকলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ধান কাটা ও কৃষকের বাড়ীতে পৌছে দেয়ার কাজে অংশ গ্রহন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের এই সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়ে ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। এ সময় কৃষকরা বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন সময় ময়মনসিংহ জেলা কৃষক লীগের নেতা-কর্মীরা এসে আমাদের ধান কেটে দিয়েছে। এতে আমাদের অনেক খরচ বেচে গিয়েছে। আমরা স্বল্প সময়ে ধান ঘরে তুলতে পারছি। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত রয়েছি। আমরা আজ গৌরীপুরে কৃষকের ধান কেটে বাড়ীতে পৌছে দিলাম। এতে কৃষকদের অনেক উপকার হচ্ছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন