স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে নভেল করোনা-১৯ ভাইরাস প্রতিরোধ কল্পে শুক্রবার ইনএড টু সিভিল পাওয়ার এর সহায়তা প্রদানের জন্য ক্যাপ্টেন ফয়সাল,৩০ বীর এর নেতৃত্বে উলিপুর সদরের বাজারসহ কয়েকটি এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় উলিপুর পৌরসভার মুন্সীপাড়া গ্রামের ৫০টি ব গরীব ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যককে ৬ কেজি চাউল,১কেজি ডাল,২কেজি আটা,২৫০ গ্রাম সুজি,৫০০ মিঃলিঃ তৈল,৫০০গ্রাম লবণ ও ১ টি বিস্কুট বিতরণ করেন।