বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া কর্মহীনদের মাঝে ২৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ৭৬০ টি পরিবারকে (৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও হাফ কেজি লবন) খাদ্য সহায়তা দেওয়া হয়।
বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় কর্মহীন অসহায়দের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এ সময় উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল হালিম মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।