স্টাফ রির্পোটার ॥ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আজম খসরু এর নির্দেশে জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার বেকার শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ত্রান কাজের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেন মানবতার ফেরিওয়ালা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু। রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে ২৭ এপ্রিল দুপুরে ত্রাণ বিতরণ কাজে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেতা এবং মহেন্দ্র ও সিএনজি মোটর মালিক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ময়মনসিংহ শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন ফকির, এবং জাতীয় শ্রমিক লীগ, ময়মনসিংহ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।