মো: নাজমুল হুদা মানিক ॥ ভাবখালী ইউনিয়নে ছাত্রলীগ নেতা আমীরুল ইসলাম আকাশ এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে তুলে দিয়েছে কৃষকের ঘরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের নির্দেশে করোনা পরিস্থিতিতে ধান কাটা সংকট থেকে কৃষকদের মুখে হাসি ফুটাতেই ছাত্রনেতাগন এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান। ছাত্রলীগ নেতা আমীরুল ইসলাম আকাশ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের কৃষকের পাশে দাড়াতে বলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সারা দেশেই ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে সেই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারিনা। কৃষকের ধান কাটায় কৃষকরাও বেশ খুশি। বিনা মুল্যে তাদের ধান ঘরে পৌছে যাচ্ছে।