ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে মোঃ রফিজ উদ্দিন কমান্ডারের পুত্র মোঃ হুমাউন কবির (৫৫) আজ ১মে শুক্রবার সকালে বরিশালের শেবাচিমের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজাপুর থানা পুলিশের সহযোগিতায় বিকেলে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।