জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় হতদরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের নির্দেশনায় জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছে তিতুমীর কলেজ ছাত্রদল। শনিবার দুপুরে পৌরসভার ৭, ৮ ও ১২নং ওয়ার্ডে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক কে এম মেহেদী হাসানের সৌজন্যে প্রায় ৪’শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শণ, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, রমজান হোসেন, হামিদ রাজন বাধন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ আলম শাহ, শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন সবুজ, জহুরুল, ফকির, রশিদ, যুবদল নেতা নওশের, ছাত্রদল নেতা মাহিন, হৃদয়, নাইম, শিমুল ও রাকিবসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।