মো:পেয়ার আলী ||ঠাকুরগাঁও প্রতিনিধি :: একটি দেশের উন্নয়নের মুল চাবিকাঠি যোগাযোগ মাধ্যম | যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সে দেশের অর্থনৈতিক অবস্থাও উন্নত হয় | কিন্তু সেক্ষেত্রে যদি যাতায়াতের মাধ্যম হয় ভঙ্গুর তাহলে সে এলাকার মানুষও হয়ে পড়ে অর্থনৈতিকভাবে ভঙ্গুর |তেমনি একটি ব্রীজ দুই মাস ধরে পড়ে আছে রানীশংকৈল উপজেলার বাকশা গ্রামের পুর্বপাশে | মুলত মীরডাঙ্গী থেকে কাতিহারহাট পর্যন্ত বিস্তৃত এই রাস্তা দিয়ে “১ লক্ষ মানুষের যাতায়াতের মুল ভরসা | ভঙ্গুর ব্রীজটি ব্যাপারে বাচোর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকাই কাগজপত্র পাঠিয়েছি ভঙ্গুর ব্রীজটি ব্যাপারে অতি শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশ্বাস দেন | তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন |„
বাকসা মানুষের দাবি দুই মাস ব্রীজটি ভেঙ্গে যাওয়ার হলেও সরকারি কোন মহলের টনক নড়েনি | তার জন্যই কাজটির সু– ব্যবস্থা হয়নি। এভাবে চলতে থাকলে ভঙ্গুর ব্রীজটিতে ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *