কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি-২৭ মে/২০২০
কুড়িগ্রামের উলিপুরে নববিবাহিত মেয়ের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নুর ইসলাম(৬১)সহ আরো ৩জন নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন(১৯)এর সাথে পার্শ্ববর্তি বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই এর পূত্র আলমগীর হোসেন(২২)এর সাথে গত মঙ্গলবার বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫‌ থে‌কে ৫০জন লোক নৌকা যোগে বাড়ির ফেরার পথে রওনা দেয়। এসময় নদীতে কিছুদূর আসার পরেই বৃ‌ষ্টি- বাতাসের কবলে পরে। নৌকায় থাকা লোকজন বৃ‌ষ্টি ‌থে‌কে রেহাই পে‌তে প‌লি‌থিন নি‌য়ে টানাটা‌নি শুরু কর‌লে নৌকা‌টি উ‌ল্টে যায়। এসময় অন‌্যান‌্য লোকজন সাঁত‌রিয়ে কিনারায় আসতে পার‌লেও কনের বাবা নুর ইসলাম(৬০) যমুনা রায় পাড়া গ্রামের মৃত সোনাউল্লাহর পূত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম(৫০)। এঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।
বু‌ড়াবু‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার ব‌লেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আস‌লেও ডুবুরী না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ত‌বে স্থানীয় লোকজন তা‌দের উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছে।
উলিপুর থানার ওসি মোয়া‌জ্জেম হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন