ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গরুবাছুরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভুত হয়েছে।
জানাগেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মোজাহার আলীর বাড়িতে শুক্রবার রাত দুইটার সময় গোয়াল ঘরে মশার কয়েল থেকে সৃষ্ট আগুন মুহুর্তের মধ্যেই গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এদিকে বাড়ির লোকজনের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নিকটবর্তী পুকুর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এসময় গোয়াল ঘরে রাখা গরুর মধ্যে ১ টি গরু পুড়ে মারা যায় এবং ৫ টি গরু অর্ধদগ্ধ হয়।গরু উদ্ধার করতে গিয়ে মোজাহার আলীর পুত্র নান্নু মিয়া(১৯) আহত হয়। ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলী জানান,আগুন লাগার সংবাদ পাওয়া মাত্র নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক ভুমিকা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতার কারনে একটি বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে এলাকাটি রক্ষা করা সম্ভব হয়েছে।বাড়ির মালিক মোজাহার আলী জানান অগ্নিকান্ডে গরুবাছুর সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন