সহিজল ইসলাম সজল কুড়িগাম প্রতিনিধি।
কুড়িগামের রাজীবপুর থেকে সুজন মিয়া (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার ভোরে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সুজন রাজীবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী গুচ্ছ গ্রামের ফুল মিয়ার ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২ এর ৮ নম্বর সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছে ১৭৪ পিচ ইয়াবা ছাড়াও দু’টি মোবাইল ফোন পাওয়া গেছে।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোর্শেদ তালুকদার জানিয়েছেন, সকাল ১০টার দিকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।