বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি!!
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বাজারে আরকে (রংপুর -কুড়িগ্রাম) রোডে কুড়িগ্রামগামী ট্রাকের ধাক্কায় মটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। সোমবার (৮জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৪২)। তিনি পেশায় একজন রোলার চালক। তার বাড়ি ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরবড়লই গ্রামে। তিনি ঐ গ্রামের জোবেদ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আমির হোসেন রংপুরে এলজিইডিতে রোলারের ড্রাইভার। প্রতিদিনের ন্যায় আজ সকালে রাজারহাটে কাজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে কাঁঠালবাড়ি বাজারে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমির হোসেন মটরসাইকেলে সড়ক অতিক্রম করার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।