এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি সোমবার শহরের খেজুরতলায় তার নিজ বাসভবনে এ চেক বিতরণ করেন।

জামালপুর সদরের বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সারোয়ার হোসেন মহান, সদস্য সানোয়ার হোসেন সবুজ, যুবলীগ নেতা আয়নল হক, কামরুল ইসলাম রতন ও জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মারুফ নাসিফ আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *