ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে কোভিট-১৯ এর সচেতনতা বৃদ্ধিতে উপজেলার ৯০ টি ওয়ার্ডে এক যোগে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে ১০ ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে ও বাজারে মাইকিং ও লিফলেট এর মাধ্যমে এ গণ প্রচারণা ফের শুরু করা হয়েছে। বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় ও আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে, সিডা ও প্লান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রচারণা একটানা ১১ দিন চলবে। এ ব্যাপারে উপজেলা নিবাহর্ী কর্মকর্তা ফিরুজুল ইসলাম জানান, কোভিট-১৯ নিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এ প্রচারণা জিও এনজিও সমন্বিত ভাবে পরিচালানো করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *