মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ত্রাণ বিতরণে স্বচ্ছতা সৃষ্টির লক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জান লিটন নকীব এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের গণ্যমাণ্য ব্যাক্তিদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে যে ত্রাণ সহায়তা দেয়া হয় তার পরিসংখ্যান তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জান লিটন নকীব জানান, আওরাবুনিয়া ইউনিয়নের মোট ৪২০০ খানা রয়েছে এদেরকে এ পর্যন্ত ৩৩.০৭০ মেট্রিটন চাল দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য সরকারি সকল সুযোগ সুবিধা এই ইউনিয়নের বাসিন্দারা ভোগ করছেন। স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যারা ত্রাণ পাওয়ার উপযোগী তারা সকলেই ত্রাণ পেয়েছেন। ত্রাণ কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছে, এর পরেও ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জান লিটন নকীবকে হেয় প্রতিপন্ন করার লক্ষে প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গির হোসেন মোল্লা সাধারণ মানুষদের ভূল বুঝিয়ে তাদের নিয়ে একটি মিথ্যা ষরযন্ত্রমূলক মানববন্ধন করেছে। যা সত্য নয়। স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। মানববন্ধনে অংশ নিয়েছে তাদের মধ্যে ৩১টি পরিবারই করোনা ভাইরাসে কর্মহীন মূহূর্তে সরকারি বরাদ্ধের ত্রাণ সামগ্রী পেয়েছে। ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জান লিটন নকীব আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে গৃহবন্দি অসহায় মানুষের পাশে দাড়িয়েছি ও খাদ্র সামগ্রী পৌছে দিয়েছি। যতদিন বাঁচব তত দিন ইউনিয়নবাসী সেবা করে যাব। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সত্তার, বেতাগী ডিগ্রী কলেজের সাবেক উপাধক্ষ মো. সুলতান আহম্মদ, ইউপি সদস্য অলিউর রহমান, শামিম রেজা ও বেবী বেগমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *