সঞ্জিত দাস; বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশ থেকে আগত একটি বিদেশি জাহাজের চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সন্ধ্যায় চীনা নাগরিক এই প্রকৌশলী জাহাজেই কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তবে মারা যাওয়া চীনা ওই নাগরিকের শরীরে করোনা উপসর্গ ছিলো না বলে দাবি করেন তিনি।
দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন বলেও হারবার মাষ্টার জানান। সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জ্বালানী গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার (১০ জুন) বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করে। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়। বন্দরে আসা বিদেশী ওই জাহাজটির শিপিং এজেন্ট মেসার্স ইউনি গ্লোবালের এজিএম (সহকারী ব্যবস্থাপক) সৈয়দ মামুনুল ইসলাম বলেন, মারা যাওয়া চীনা ওই নাগরিকের মরদেহ ডাক্তারী পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *