সঞ্জিত দাস; বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া বাজারে পানি নিষ্কাশনের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা-বিক্রেতাসহ অসংখ্য সাধারন মানুষ। বর্ষা মৌসুমে ড্রেন অব্যবস্থাপনার কারনে একটু বৃষ্টি হলে পানি নিষ্কাশন ব্যাবস্থ্যা অকেজো হয়ে পড়ে। ফলে বিপাকে পড়তে হয় আশপাশের ৫/৭ টি গ্রাম থেকে বাজার করতে আসা কয়েক হাজার ক্রেতা বিক্রেতা সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষের।অল্প বৃষ্টিতেই বড় দুর্ভোগের শিকার হয় অস্থায়ী ভাসমান দোকান গুলো।অল্পতেই পানি জমে যায় চারপাশে।
এছাড়া, বাজারের ভিতরের গলির রাস্তাাগুলো কাঁচা থাকায় বৃষ্টির দিনগুলোতে পানি জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। কিছু কিছু জায়গায় ড্রেনের ব্যবস্থা থাকলেও অব্যবস্থাপনার কারনে তা অকেজো হয়ে পড়েছে। যার ফলে সে সব জায়গা থেকে পানি চলাচল বন্ধপ্রায়।
সাপ্তাহিক হাটের দিনে বাজার করতে আসা ক্রেতারা জানান বাজারে সুনিদিষ্ট ড্রেন না থাকায় বর্ষাকালে আমাদের নানামুখী অসুবিধার মুখোমুখী হতে হয়।পানি নেমে যাবার মত ড্রেন নেই এখানে। যে সমস্ত জায়গায় কোন মতে একটু আছে তাও অকেজো হয়ে গেছে। সংশ্লিষ্ট র্কতৃপক্ষকে বেশ কয়েকবার বিষয়টি জানানো হয়েছে। এখন বিষয়টি বিবেচনা করে আশু সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন বলে আশা করছি।”
বারুইপাড়া ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফারুক হোসেন মল্লিক ও সাধরন সম্পাদক মো.লিটন শেখ জানান ,দীর্ঘদিন যাবৎ ড্রেন অব্যবস্থাপনা ও চান্দিনার বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের বারবার আমলে এনেও সমস্যার স্থায়ী কোন সমাধান না হওয়ায় বাজারের গুটিকয়েক ব্যবসায়ীকে নিয়ে রাস্তার উপর কাঠ দিয়ে প্রাথমিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থ্যা করেছি। তবে,এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট র্কতৃপক্ষকে আশু দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”