ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে ১৫ পিচ ইয়াবা টেবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় মাদক অভিযানের অংশ হিসাবে ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ শওকত আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় অভিযান চালিয়ে উপজেলার ব্র্যাক অফিসের সামনে থেকে ১৫ পিচ ইয়াবাসহ মোঃ তারা মিয়া নামে ঐ যুবককে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। আটক তারা মিয়া উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র।ওসি মুহাঃ আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে (১৩ জুন) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ শওকত আলী যোগদানের পর থেকে নিয়মিত মাদক অভিযান পরিচালনা অব্যাহত রাখায় ইতিমধ্যে তার দায়িত্বরত এলাকায় প্রায় ইতিমধ্যে সহস্রাধিক মাদক সেবি ও ব্যবসায়ীরা মাদকসহ আটকের পর জেলহাজত বাস করেছেন। মাদকের বিরুদ্ধে এমন আপোষহীন অভিযানে তার দায়িত্ব প্রাপ্ত ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সর্বত্র মাদক ব্যবসায়ীর সংখ্যা কমে গেছে।