ভুরুঙ্গামারী সংবাদ দাতা ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, সিলেটের জনপ্রিয় সাবেক মেয়র জননেতা বদর উদ্দিন আহমদ কামরান আজ ভোর রাত আনুমানিক ২.৪৫ মিনিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃসদরুল আলম বাবু প্রধান (শিক্ষক) চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়, মোঃ রুহুল আমিন, বর্তমান সভাপতি মোঃ মাহবুব আলম ব্যাপারী ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক যুবলীগ নেতা মোঃ কাজিম উদ্দন এবং ডাঃ সোহেল রানা। তারা আহমদ কামরানের ভ রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।