নাগেশ্বরী(কুড়িগ্রা) প্রতিনিধিঃ
পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে গতকাল দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের নেতৃত্বে নাগেশ্বরী’র বখশীখামার এলাকার বল্লভপুর গ্রামের আঃ খালেকের বাড়ির চতুর্দিক ঘিরে রাখে পুলিশ। এ সময় আঃ খালেকের পুত্র মোঃ আমজাদ হোসেন (৩৫) তার স্ত্রী মোছাঃ রোজিনা বেগম (২৯) সহ পলিথিনে ফেনসিডিল ঘর থেকে বের করে পার্শের আবর্জনার স্তুপে গর্ত করে রাখার সময় পুলিশ তাদের হাতে নাতে আটক করে।
অভিযানে পলিথিনে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পত্তি বেশকিছু দিন থেকে গোপনে মাদকসেবীদের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিলো।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।