ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে নদী ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র সোহাগ মিয়া (৭) স্থানীয় কাজানী নদীর ফাটলযুক্ত কাছারে দাড়িয়ে থাকার সময় আকস্মিক কাছাড় ভেঙ্গে গেলে সে নদীতে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন প্রায় আধা ঘন্টা খোজার পর প্রায় ৫০০ মিটার দুরে তার লাশ উদ্ধার করে।ওসি মুহাঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশের প্রাথমিক সুরতহালে বিরুপ কোন লক্ষন এবং পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।