নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি আদেশ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বাজারগুলো ঘুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।
এসময় ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে বিকেল ৪ টার পরও দোকান খোলা রাখা ৭ টি দোকান মালিক, মোটরসাইকেল নিয়ে অহেতুক বাইরে ঘোরাফেরা করা ৩ জন মোটরসাইকেল আরোহী ও মাস্কছাড়া বাইরে ঘোরাফেরা করা একজনকে মিলে ১২৪৫০ টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সবাইকে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সরকারি আদেশ মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা মহামারী রুখতে সকলকে সচেতন হতে হবে। মাস্ক ছাড়া কাউকে বাইরে ঘোরাফেরা করা যাবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।