স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক সকল থানায় চলছে মাদকের বিরুদ্ধে অভিযান।গত রবিবার মাদক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি থানার অভিযানে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের একটি টীম রাজারহাট থানার বৈদ্যের বাজার৷ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজারহাট থানার ছত্রজিৎ গ্রামের মৃত আছমত আলীর পুত্র আইয়ুব আলীকে ৫১ পিচ ইয়াবা টেবলেট ও ২ বোতল ফেন্সীডিল,ফুলবাড়ি থানা পুলিশ উত্তর কুটিচন্দ্রখানা গ্রাম থেকে ৩০ পিচ ইয়াবা টেবলেট সহ মোজাফফর হোসেন(৩০) ও আশিক রহমান (১৭) কে এবং কুড়িগ্রাম সদর থানা পুলিশ পৌর এলাকার সাব্দির মোড় থেকে ৮.৭৫ গ্রাম হেরোইনসহ আনিসুর রহমান (৩৭) কে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করেন। উল্লেখ্য পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান কুড়িগ্রাম জেলায় যোগদানের পর থেকে নিয়মিত মাদক অভিযান পরিচালনা অব্যাহত রাখায় জেলায় মাদক সেবি ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন ও নিয়মিত মামলা দেয়ার কারনে মাদকাসক্তদের সংখ্যা দিন দিন কমে আসছে। এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলী জানান, জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।