নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের ৯ ঘন্টা পর সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে।
স্থানীয় সীমান্তবাসী ও বিজিবি জানায় রবিবার দিবাগত রাত ১২ টায় আর্ন্তজাতিক পিলার নং ৯২৯ এর ৪ এস’র পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে খারিদা হরিদাস ক্যাম্পের টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা শাহ আলম মিয়া ওরফে টারু (২১) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায়। সে উপজেলার ০১নং নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে। পরে দু পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দিয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার নেতৃত্ব দেন ।
ঘটনার ব্যাপারে ১৫ বিজিবি, লালমনিরহাট এর অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশী আটক যুবক ভারতে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে থানা সোপর্দ করা হয়েছে।