মো: নাজমুল হুদা মানিক ॥ সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জরিপের মাধ্যমে ২২ জুন সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর কালীবাড়ীর চর বাস্তহারা এলাকায় নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের পরিবারের মাঝে কারোনা পরিস্থিতিতে দুর্যোগকালীন সময়ে ১০০ গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দুধ, ডিম, কলা সহ আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছে। করোনা কালীন সময়ে ঝুঁকি এড়াতে মায়েদের ঘরে ঘরে এই সামগ্রী পৌঁছে দিয়েছে সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যাণ সংস্থার সেচ্ছাসেবীরা। এ প্রোগ্রাম আয়োজনে উপস্থিত ছিলেন সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অনিকা ইয়াসমিন, সাধারণ সম্পাদক তন্ময় শাহারিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী অনুপ আমির প্রমুখ। সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মাননীয় মেয়র মো: ইকরামুল হক টিটু, উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন ময়মনসিূহ সিটি কর্পোরেশেনের ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন, উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন আহমেদ সুরুজ্জামান। সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অনিকা ইয়াসমিন বলেন, ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু কাজ করবো আশা রাখছি। আমরা মানবতার কল্যানে কাজ করে যাচ্ছি। মানব কল্যানই আমাদের পরম ধর্ম।