সঞ্জিত দাস; বাগেরহাট প্রতিনিধি :
নারীরা তাদের শিক্ষাগত দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল। তাই বাংলাদেশের বিভিন্ন এলাকায় নারীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহন করা হয়েছে। এমনই “কন্যা বর্তিকা” নামে এক কর্মসূচি গ্রহন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নারী উন্নয়ন ফোরাম।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা নারী উন্নয়ন ফোরামের তত্বাবধায়নে কন্যা বর্তিকা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০অর্থ বছরে উপজেলার ৭২টি ওয়ার্ডের ৭২জন স্কুল ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সাইকেলগুলো বিতরন করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সদস্য আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, উপজেলা প্রকৌশলী এমএমএ বকর, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার, লখপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সহ ৮টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ।