ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩ টায় দলিল লেখক সমিতির অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। সমিতির ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে শাহজাহান কবির শহিদুল এবং বিনা প্রতিদ্বন্দিতায় সাধারন সম্পাদক আতাউর রহমান মিঠু সহ বাকী সব পদে নির্বিিচিত হন । সমিতিতে মোট ভোটার সংখ্যা ৫৯ জনের মধ্যে ৫১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।