গাইবান্ধা প্রতিনিধি,,,
বাংলাদেশ জাতীয় সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর পক্ষ থেকে গাইবান্ধা সদর হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ ব্যবহারের জন্য স্বাস্থ্য সম্মত ২০০ টি মাস্ক উপহার প্রদান করা হয়েছে।
আজ বিকালে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে শামীম হায়দার পাটোয়ারীর কাছ থেকে KN95 মাস্ক গ্রহণ করেন গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাহিন, জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার অন্যতম সদস্য রেজাউল করিম রেজা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউননবী রাজু,গাইবান্ধা সদর হাসপাতালের আরএমও হারুন অর রশিদ, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ন পাটবস্ত্র বিষয়ক ও গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মোসলেম মিয়াজী।
এবিষয়ে পাটোয়ারী বলেন – বাংলাদেশসহ বিশ্বে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের পর থেকে দিনদিন সংক্রমণ বেড়েই চলেছে। করোনা সনাক্ত রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মচারী বৃন্দ চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশী। তাই আমার পক্ষ থেকে সামান্য উপহার।
রোগীদের সেবা দিতে প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা করবেন বলেও এসময় আশ্বস্থ করেন মাননীয় সংসদ।
সিভিল সার্জন এবিএম আবু হানিফ বলেন- আমরা ডাক্তার, নার্স জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর সেবা করছি এই বাস্তব কথাটি মাননীয় সংসদ সদস্য মহোদয় উপলব্ধি করেন এবং আমাদের ব্যবহারের জন্য KN95 মাস্ক উপহার দিয়ে বিশাল মানবিকতার পরিচয় দিয়েছেন। সেজন্য মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সারোয়ার হোসেন শাহিন বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। আক্রান্ত রোগীদের ডাক্তার,নার্স জীবনের মায়া ত্যাগ করে স্বীয় দায়িত্ব পালনে পিছপা হয়না। তাই আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে সামান্য KN95 মাস্ক উপহার প্রদান করা। যাতে করোনা সংক্রমণ থেকে রক্ষা পান।