ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর দক্ষিণ বলদিয়া বন্ধু পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন ও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলার এ বন্ধু পরিষদটি ২০১৬ সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় উপাসনালয় ও রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার বৃক্ষ রোপন করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার সাধু মোড় হাফেজিয়া মাদ্রাসা ও ঈদগা মাঠের চার পাশে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ রোপন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার বিএসসি, মোখলেছুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম,রোকন খাঁন,মিয়ার উদ্দিন মুন্সী,আবুল ফজল খাঁন,জয়নুল আবেদীন প্রমুখ। উল্লেখ্য সংগঠনটি ইতিপুর্বে শাহীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়,বাইতুল-নুর মাদ্রাসা,দক্ষিণ বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গালেরকুটি কবর স্থান ও হাফেজিয়া মাদ্রাসা,ব্যাপারী পাড়া জামে মসজিদ,কাশিমবাজার উচ্চ বিদ্যালয়, শাহীবাজার উপ স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন এলাকার রাস্তার ধারে বহু প্রজাতির বৃক্ষ রোপন করেছে। এছাড়াও বজ্রপাত নিরোধে কচাকাটা থানার তালতলা থেকে সোনাহাট বিজিবি ক্যাম্পের মোড় পর্যন্ত দুই শতাধিক তালবীজ রোপন করেছে। করোনা মোকাবেলায় বিতরণ করেছে মাস্ক ও সাবান। চিকিৎসার জন্য বয়স্কদের মাঝে বিতরণ করেছে প্রায় বিশ হাজার টাকা। সংগঠনটির পরিচালক আব্দুল মজিদ বিশ্বাস জানান,সংগঠনের সদস্যদের দানকৃত অর্থে বৃক্ষ রোপনের পাশাপাশি আমরা সমাজের দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এছাড়া মাদক,জুয়া ও বাল্যবিয়ে রোধ কল্পেও তারা বিশেষ ভুমিকা পালন করে আসছে। তাদের রোপনকৃত বৃক্ষের মধ্যে রয়েছে খ্রিষ্টমাস, ট্রি,উইপিং,দেবদারু,নিম,কাঁঠাল,বকুল,কৃষ্ণচুড়া,নারিকেল,মেহগনি ও রাস্তার দুধারে তালের চারা। সংগঠনের কার্যক্রমে ১১ দাতা অন্যান্য সদস্যরা হলেন মাইদুল ইসলাম,আনোয়ার হোসেন ব্যাপারী,ইলিয়াস ফকির,জসিম উদ্দিন রিপন,শফিকুল ইসলাম,ফরহাদ আলী,কাফিউল ইসলাম,গোলাম মোস্তফা মাষ্টার,আলী ওসমান,আব্দুল মালেক ও রোকনুজ্জামান খাঁন। গুনিজনদের অভিমত সংগঠনটি সরকারী অনুদান পেলে সারাদেশ ব্যাপী এ কার্যক্রমটি প্রসারিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *