খাদিজা খানম, কালকিনি (মাদারীপুর) সংবাদদাতাঃ
মহামারী নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে মাদারীপুরের কালকিনি উপজেলা রেডজোন ঘোষণা করায় চলছে লগডাউন। আর এতে করে কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক পরিবারে চাল ডাল তেল লবন সহ খাদ্য সামগ্রী বিতরন করেছে উপজেলার রমজানপুর এলাকার সততা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি অতুল চন্দ্র মন্ডল। আজ(শুক্রবার) সকালে দক্ষিণ রমজানপুর শ্রী শ্রী কালি কৃষ্ণ সেবাশ্রমে সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রেখে উক্ত বিতরনী কার্যক্রম সম্পন্ন করা হয়।
সংগঠনটির ম্যানেজার রিপন ভূঁইয়ার সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক পুলিন চন্দ্র ভাবুক, রমজানপুর ইউপি’র গ্রাম আদালত সহকারী হাসিবুল ইসলাম হাসান, নিখিল ভক্ত, বঙ্কিম চন্দ্র মন্ডল, জিতেন চন্দ্র মন্ডল, হেমলাল মন্ডল, শ্যামল মন্ডল, বিকাশ ভঁইয়া, অঞ্জনা রানী, সুজন মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ।