রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলার এই প্রথম ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত ১৫ জুন তারিখে উপজেলার বিভিন্ন এলাকার ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।পরে নমুনা গুলো পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হলে সেখান থেকে ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ঢাকায় প্রেরণ করা হয় পরীক্ষার জন্য।জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে শুক্রবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে প্রতিবেদন আসে ৪ জনের করোনা শনাক্ত হওয়ার।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ ৩ জন নারী।আক্রান্ত দুই জন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।অপর দুই জনের একজন গৃহিণী এবং অপর পুরুষ ব্যাক্তিটি ঔষধ ব্যবসায়ী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে তার দোকান রয়েছে।
এদিকে নমুনা সংগ্রহের ১৮ দিন পর করোনা সংক্রামণ হওয়ার রিপোর্ট পাওয়ায় বিষয়টি এলাকায় জানাজানি হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।তারা বলেন, রিপোর্ট পেতেই যদি এত দিন চলে যায় তাহলে চিকিৎসা হবে কি ভাবে ?এছাড়াও নমুনা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তিরা যদি স্বাভাবিক ভাবে চলাফেরা করে থাকে তাহলে তাদের দ্বারা অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
করোনা আক্রান্তের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন বলেন, এই প্রথম উপজেলায় একসাথে ৪ জন করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।আক্রান্তদের বরাত দিয়ে তিনি আরও জানান,তারা এখন পর্যন্ত শারীরিক ভালো আছে।