বাগেরহাট প্রতিনিধি :বিশ্ব ঐতিহ্য সুন্দরবন থেকে শনিবার ১৫ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা ও একপি মাথা উদ্ধার করা হয়েছে।বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ির যৌথ টিম পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছে। এসময় তিন চোরা শিকারী নৌকা ও ধারালো অস্ত্র রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ীর যৌথ দল পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌঁছায়। এসময়ে চোরা শিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। নৌকায় তল্লাশী চালিয়ে ১৫ কেজি হরিণের মাংশ, ৪টি হরিণের পা, একপি মাথা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় চোরা শিকারীদের ব্যবহৃত নৌকা। এঘটনায় তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন